ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিটিকে মাটিতে নামালো শাখতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
সিটিকে মাটিতে নামালো শাখতার ছবি:সংগৃহীত

চলতি মৌসুমে কোনো ম্যাচ না হেরে উড়তে থাকা ম্যানচেস্টার সিটিকে টেনে মাটিতে নামালো শাখতার দোনেস্ক। উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিটিকে ২-১ গোলে হারালো শাখতার। 

‘এফ’ গ্রুপে এদিন শাখতারের মাঠে খেলতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল পিছিয়ে পড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।

২৬ মিনিটে ব্রাজিলিয়ান বেনার্ড শাখতারকে এগিয়ে দেওয়ার ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তারই ইসমাইলি।

শুরুর একাদশে না থাকা সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে ৭০ মিনিটে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামানো হয়। অার ইনজুরি সময়ে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের পেনাল্টি কিক থেকে ব্যবধান কমায়। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি দলটি।  

এ ম্যাচ হারলেও আগেই নকআউট পর্ব নিশ্চিত করে রেখেছে সিটিজেনরা। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট দলটির। ১২ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে শেষ ষোলোয় শাখতার।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।