ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

জয়ে ফিরলো আর্সেনাল, চেলসিরও জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
জয়ে ফিরলো আর্সেনাল, চেলসিরও জয় ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে আর্সেনাল। নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে লিগে টানা তিন ম্যাচ পর জয় পায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। অন্যদিকে লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে চেলসি।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসেলকে ১-০ গোলে হারায় আর্সেনাল। দলের হয়ে একমাত্র গোলটি করেন মেসুত ওজিল।

অ্যালেক্সিস সানচেজের শট ঠেকিয়ে দিলে তা থেকে দারুণ ভ্যলির মাধ্যমে গোলটি করেন এ জার্মান মিডফিল্ডার।

অন্য ম্যাচে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। দলের হয়ে বিরতির আগে যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন মার্কো আলোনসো।

১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে চেলসি। শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় ম্যানচেস্টার ইউনাইটেড। আর ৩৩ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান চতুর্থ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ১৭ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।