ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল-বার্সার প্রথমার্ধ গোল শূন্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
রিয়াল-বার্সার প্রথমার্ধ গোল শূন্য ছবি:সংগৃহীত

আক্রমণ পাল্টা আক্রমণে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকোর প্রথমার্ধটা গোলশূন্য হলো। তবে বিরতির আগে পুরো সময়টাই সমর্থকরা আনন্দ উপভোগ করেছেন। গোলের সম্ভাবিনা তৈরি করেও বঞ্চিত থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তেমন কোনো সুযোগ পাননি লিওনেল মেসি।

বছরের শেষ এল ক্লাসিকোতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা রিয়ালের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয় দু’দল।

এদিন শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসে স্বাগতিক রিয়াল।

যার বড় সুযোগটি পায় ১০ মিনিটে। কিন্তু রোনালদোর ভুলেই এগিয়ে যেতে পারেনি রিয়াল।

১৮ মিনিটে বার্সার ফুটবলার থমাস ভারমায়লেন রিয়ালের মদ্রিচকে ট্যাকেল করেন। রেফারি ভারমায়লেনকে হলুদ কার্ড দেখান। পরে ম্যাচের ২৪ ও ২৬ মিনিটে কর্ণার পেয়েও কাজে লাগাতে পারেনি যথাক্রমে বার্সা ও রিয়াল।

৩০ মিনিটে এগিয়ে যেতে পারতো সফরকারী বার্সা। পাওলিনহো লম্বা শট করলে তা প্রতিহত করে দেন রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। সেখান থেকে কর্ণারে গোল বঞ্চিত হয় বার্সা।

পরের মিনিটেই সুযোগ পায় রিয়াল। এবার রোনালদোর শট বার্সার গোলরক্ষক মার্ক টার স্টেগেন কোনো রকমে হাতে লাগিয়ে বাঁচিয়ে দেন। ৩৪ মিনিটে রোনালদোর কোনাকুনি পাস থেকে গোল আদায় করতে পারেননি করিম বেনজেমা।  

৪০ মিনিটে ফের সুযোগ পায় বার্সা। এবারও পাওলিনহো। তার হেড ঠেকিয়ে দেন নাভাস। আর দুই মিনিট পরে ঠিক উল্টো, বেনজেমার হেড বারে গিয়ে লাগলে গোল বঞ্চিত হয় রিয়াল।

পরে গোল শূন্য থেকেই মাঠ ছাড়ে দু’দল।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।