নতুন বছরে মেসির মিশন অধরা বিশ্বকাপ শিরোপা। এটাই হয়তো তার ‘শেষ’ সুযোগ।
মেসির চোখে, বিশ্বকাপ-কোপা আমেরিকায় যা ঘটেছে সেটি তাদের জন্য অবিচার। এবারের আসরে খেলতে না পারাটা হতো বড় অঘটন, ‘বিশ্বকাপে থাকতে না পারাচা হতো পাগলামি। আমাদের দলটা অবশ্যই চূড়ান্ত পর্বে যাওয়ার যোগ্য। বিশ্বকাপ (২০১৪) এবং দুটি কোপা আমেরিকায় যা ঘটেছে, সেটা ছিল অবিচার। আমরা এ বিশ্বকাপেও অনেক কষ্টে উঠেছি, আশা করি আবারও সুযোগ পাব। ’
পেনাল্টি প্রসঙ্গে আসা যাক। সাফল্যের হার ৭৮ শতাংশ হলেও এই জায়গাটিতে আরও নিখুঁত হতে চান মেসি, ‘কিছু জায়গায় উন্নতি করতে হবে। যেখানে আমি নিখুঁত হতে চাই। পেনাল্টিতে আমার আরও পরিণত হওয়া দরকার। ’
অবসর নিয়ে আপাতত কোনো ভাবনা নেই মেসির। খেলোয়াড়ী জীবন শেষে কোচ হওয়ারও ইচ্ছা নেই। ভাবনাটায় পরিবর্তন হতে পারে বলেও জানিয়ে রেখেছেন, ‘অবসর নেওয়ার পর হয়তো কোচ হবো না। তবে এখনো অনেক সময় আছে। হয়তো ভাবনাটা পাল্টাতেও পারি। ’
বাবা হতে পারা মেসির জীবনের অন্যতম সেরা অনুভূতি। তাই বুটজোড়া তুলে রাখার পর পরিবারকে বেশি সময় দিতে চাইবেন। তার কথায়, ‘আমি সাধারণ জীবনযাপন করি। পরিবার নিয়ে রাস্তায় হাঁটার সময় ভক্তরা যদি আমাকে ঘিরে না ধরতো। বাবা হতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা ঘটনা। এটা অবিশ্বাস্য এক অনুভূতি। ’
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ৩ জানুয়ারি, ২০১৮
এমআরএম