ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউর প্রতিপক্ষ ৬৩ ধাপ নিচের ইউভিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
ম্যানইউর প্রতিপক্ষ ৬৩ ধাপ নিচের ইউভিল ম্যানইউ-ছবি:সংগৃহীত

ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ লিগ এফএ কাপের চতুর্থ রাউন্ডের সূচি প্রকাশ হলো। যেখানে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে পুচকে ইউভিল টাউনের বিপক্ষে। ইংলিশ ফুটবলের চতুর্থ সারির ইউভিল অবশ্য তৃতীয় রাউন্ডে ব্র্যাডফোর্ডের মতো দলকে হারিয়েছে।

১২ বারের চ্যাম্পিয়ন ম্যানইউ থেকে ইউভিলের পার্থক্য ৬৩ ধাপ! কিন্তু মাত্র ১০ হাজারের মতো দর্শক আসনে তাদের হুইস পার্কে ইউভিল হোসে মরিনহোর শিষ্যদের স্বাগতম জানিয়েছে।

এদিকে প্রিমিয়ার লিগে উড়তে থাকা ম্যানচেস্টার সিটি খেলবে কার্ডিফ অথবা ম্যানসফিল্ডের বিপক্ষে।

যেখানে চেলসি খেলবে নিউক্যাসেলের বিপক্ষে। তবে রিপ্লে ম্যাচে অ্যান্তোনিও কোন্তের শিষ্যদের নরউইচের বিপক্ষে আগে জিততে হবে।

প্রিমিয়ার লিগের দল হিসেবে চতুর্থ রাউন্ডে একমাত্র মুখোমুখি হবে লিভারপুল ও ওয়েস্টব্রুম।

আগামী ২৬ থেকে ২৯ জানুয়ারির মধ্যে চতুর্থ রাউন্ডের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলঅদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।