ছবি:সংগৃহীত
নতুন কোচ আর্নেস্টো ভালভার্ডের অধীনে এক মিনিটের জন্যও মাঠে নামতে পারেননি বার্সেলোনার মিডফিল্ডার আরদা তুরান। অবশেষ জল্পনাই সত্যি হলো। তাকে বিক্রি করে দিল কাতালান ক্লাবটি। তবে পুরোপুরি নয়, ধারে আড়াই বছরের জন্য তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসাকসেহিরে খেলতে যাচ্ছেন এ তারকা।
বার্সার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, এ ব্যাপারে দল দুটির মধ্যে সমঝোতা হয়েছে।
বার্সার সঙ্গে ২০২০ সাল পর্যন্ত তুরানের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে।
এই চুক্তির আগ পর্যন্ত তাকে বিক্রি করার অধিকার আছে লা লিগার শিষ্য দলটির।
এর আগে ২০১৫ সালে সাড়ে তিন কোটি ইউরোতে আতলেতিকো মাদ্রিদ থেকে তুরানকে দলে ভেড়ায় বার্সা। এ সময় ৫৫টি ম্যাচে খেলে দুটি হ্যাটট্রিক সহ ১৫টি গোল করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।