ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে একটি ক্লাবের জার্সিতে সবচেয়ে বেশি লিগ গোলের কীর্তিতে বায়ার্ন মিউনিখের জার্মান কিংবদন্তি গার্ড মুলারকে টপকে গেছেন মেসি। বার্সার প্রাণভোমরার গোলসংখ্যা এখন ৪০১ ম্যাচে ৩৬৬।
মিউনিসিপাল ডি অ্যানোয়েতা স্টেডিয়ামে ১১ ও ৩৪ মিনিটে উইলিয়ান হোসে ও জুয়ানমির গোলে ২-০ তে এগিয়ে যায় সোসিয়েদাদ। পাঁচ মিনিট বাদেই একটি গোল পরিশোধ করেন পাওলিনহো। বিরতির পর পঞ্চাশ মিনিটের মাথায় মেসির পাসে স্কোরলাইন ২-২ করেন লুইস সুয়ারেজ। ৭১ মিনিটে জোড়া গোল আদায় করে নেন উরুগুইয়ান তারকা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে দর্শনীয় ফ্রি-কিকে রেকর্ড গড়া গোলে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান মেসি।
৯ পয়েন্টের লিড নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে ছুটছে আর্নেস্টো ভালভার্ডের বার্সা। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৫১ (১৬ জয় ও ৩ ড্র)। ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ। ২ পয়েন্ট পিছিয়ে ভ্যালেন্সিয়া। এক ম্যাচ কম খেলে ধুঁকতে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের অবস্থান চতুর্থ। পয়েন্ট ৩২ (৯ জয়, ৫ ড্র, ৪ হার)।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
এমআরএম