জোড়া গোলে ঘরোয়া লিগে ছন্দে ফিরেছেন রোনালদো। লিওনেল মেসি বসে থাকবেন কেন! জোড়া গোলে সতীর্থদের উদযাপনের মধ্যমণি হন বার্সার প্রাণভোমরা।
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এসপানিওলের মাঠে হারের (১-০) হতাশা ভুলে দুর্দান্তভাবেই ফিরতি পর্বের প্রস্তুতি সারলো আর্নেস্টো ভালভার্ডের শিষ্যরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯ ম্যাচে অপরাজেয় থাকার দৌড় থামে কাতালানদের। আগামী বুধবার (২৪ জানুয়ারি) ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় সেমি নির্ধারণী ম্যাচে নামবে মেসির বার্সা।
আগেরদিন একই সময়ে সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে আতিথ্য দেবে স্বস্তিতে ফেরা জিনেদিন জিদানের রিয়াল। প্রথম লেগে মার্কো অ্যাসেনসিওর শেষদিকের একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় পায় লস ব্লাঙ্কসরা।
লা লিগার পয়েন্ট টেবিলে ১১ পয়েন্টের লিড নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে ছুটছে অপরাজেয় বার্সা। ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৫৪ (১৭ জয়, ৩ ড্র)। ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৪০ পয়েন্টে তিনে ভ্যালেন্সিয়া। বার্সার সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের ব্যবধান ১৯! অবশ্য এক ম্যাচ কম খেলেছে গ্যালাকটিকোরা। ১৯ ম্যাচে ৩৫। অবস্থান চতুর্থ।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৮
এমআরএম