ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গার্দিওলার রেকর্ড ভাঙলো ভালভার্দের বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
গার্দিওলার রেকর্ড ভাঙলো ভালভার্দের বার্সা ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপা পুনরুদ্ধারে দুর্দান্ত গতিতে ছুটছে বার্সেলোনা। সবশেষ ডার্বি ম্যাচে এসপানিওলের মাঠে ১-১ গোলে ড্র করলেও নতুন উচ্চতায় নাম লিখিয়েছে কাতালানরা। চলতি মৌসুমে টানা ২২ ম্যাচে অপরাজেয় থেকে সাবেক কোচ পেপ গার্দিওলার রেকর্ড (২০০৯-১০) ছাড়িয়ে গেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

অতীতে এক সিজনে ২৪, ২৬ ও ২৭ ম্যাচ পর্যন্ত অপরাজেয় থাকার রেকর্ড রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। সব মিলিয়ে বর্তমান রেকর্ডধারী রিয়াল সোসিয়েদাদ।

১৯৭৯-৮০ মৌসুমে টানা ৩২ ম্যাচে তাদের হারের স্বাদ দিতে পারেনি কোনো দল।

তিন সপ্তাহের মধ্যে তৃতীয়বার এসপানিওলের মুখোমুখি হয় বার্সা। গত মাসে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানের জয় পায় টানা তিনবারের চ্যাম্পিয়নরা।

ছবি: সংগৃহীতভ্যালেন্সিয়ার মাঠে সেমির ফিরতি পর্ব (প্রথম লেগে ১-০ গোলে জেতে বার্সা) সামনে রেখে এসপানিওলের বিপক্ষে লিগ ম্যাচটিতে শুরুর একাদশে লিওনেল মেসিকে বিশ্রামে রাখেন ভালভার্দে। ৫৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন বার্সার প্রাণভোমরা।

এর সাত মিনিট পরেই গোল হজম করে ভিজিটররা। স্বাগতিকদের লিড এনে দেন ফরোয়ার্ড জেরার্ড মোরেনো। নির্ধারিত সময়ের ৮ মিনিট আগে সমতায় ফেরে বার্সা। মেসির মাপা ফ্রি-কিক থেকে হেডে বল জালে পাঠান জেরার্ড পিকে। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে। বৃষ্টির কারণে মাঠে জমে যাওয়া পানির মধ্যেই খেলা সম্পন্ন হয়।

অপরাজেয় ধারা ধরে রেখে পয়েন্ট টেবিলে ৯ পয়েন্টের লিড বার্সার। ২২ ম্যাচে ১৮ জয় ও ৪ ড্রয়ে ৫৮। ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৯ পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে ভ্যালেন্সিয়া। এক ম্যাচ কম খেলে ধুঁকতে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের পুঁজি ৩৯।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।