এর আগে লিগে গত দুটি ম্যাচে বড় ব্যবধানে হেরে যায় চেলসি। কিন্তু এ জয়ে আসছে ২০ ফেব্রুয়ারি বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের আগে নিজেদের ভালোই প্রস্তুত করে নিল ব্লুজ খ্যাত দলটি।
এদিন ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ওয়েস্টব্রুমকে আতিথিয়েতা জানায় চেলসি। যেখানে ম্যাচের ২৫ ও ৭১ মিনিটে দারুণ দুটি গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন বেলজিয়াম তারকা হ্যাজার্ড। মাঝে ৬৩ মিনিটে মোজেসের গোল বাড়তি সুবিধে দেয় স্বাগতিকদের।
এ জয়ে ২৭ ম্যাচে ১৬ জয়, ছয় হার ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে চেলসি। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৪ পয়েন্টে তৃতীয় লিভারপুল।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস