শিরোপা জয়ের লক্ষে আগামী ২১ এপ্রিল কোপা দেল রে‘র ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে কাতালানরা। এই ম্যাচটি আয়োজনের দায়িত্ব পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদের নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে।
এ বছরই নতুন স্টেডিয়ামটিতে খেলা শুরু করে অ্যাতলেটিকো। যেখানে এর আগে তারা ভিসেন্তে কালদেরনে খেলত। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে দর্শক ধারণ ক্ষমতা প্রায় ৬৮ হাজার। উল্লেখ্য করা বিষয়, এ স্টেডিয়ামেই ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে।
কোপা দেল রে’তে টানা তিনবারের চ্যাম্পিয়ন বার্সা এর আগে সেমি-ফাইনালে দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে ভালেন্সিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে ৩-১ গোলে সেভিয়া হারায় কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়া লেগানেসকে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস