ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউর ড্র, শাখতারের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
ম্যানইউর ড্র, শাখতারের জয় ছবি: সংগৃহীত

ইউরোপ সেরার আসর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যম্যাচে রোমার বিপক্ষে জয় তুলে নিয়েছে শাখতার দোনেস্ক।

এদিন সেভিয়ার মাঠে আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদেরই। প্রথমার্ধ দারুণ দুটি সুযোগ পায় স্প্যানিশ ক্লাবটি।

কিন্তু ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়ার নৈপুণ্যে কোনো গোল হয়নি।

অপরদিকে সফরকারীরা তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। ফলে ম্যাচে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় হোসে মরিনহোর শিষ্যরাদের।

আগামী ১৩ মার্চ ম্যানইউ’র মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হবে দ্বিতীয় লেগের খেলা।

এদিকে শেষ ষোলো পর্বে দিনের অন্য ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়া শাখতার দোনেস্ক ২-১ গোলে জয় পেয়েছে। জয়ী ইউক্রেনের ক্লাবটির মাঠে ৪১তম মিনিটে জেংগিজ উন্দারের গোলে এগিয়ে যায় রোমা।  

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ম্যাচে সমতা আনেন আর্জেন্টাইন স্ট্রাইকার ফাকুন্দো ফেরেইরা। ৭১তম মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে দারুণ ফ্রি-কিকে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড।

আগামী ১৩ মার্চ রোমার মাঠে হবে ফিরতি লেগ।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।