ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৫ সপ্তাহ মাঠের বাইরে বার্সার সেমেদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
৫ সপ্তাহ মাঠের বাইরে বার্সার সেমেদো ছবি: সংগৃহীত

জিরোনার বিপক্ষে ৬-১ গোলের উড়ন্ত জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন নেলসন সেমেদো। এপ্রিলের আগে আর তার ফেরা হচ্ছে না। অন্তত পাঁচ সপ্তাহ প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকতে হবে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত লিগ ম্যাচটির ৮৬ মিনিটে বাধ্য হয়ে মাঠ ত্যাগ করেন সেমেদো।

আগেই তিনজন বদলি হিসেবে নামায় বাকি সময়টা ১০ জনের দল নিয়ে খেলে কাতালানরা। ততক্ষণে লুইস সুয়ারেজের হ্যাটট্রিক ও লিওনেল মেসির জোড়ায় স্কোরলাইন ৬-১। অপর গোলটি করেন ফিলিপ্পে কুতিনহো।

গত সামারে বার্সায় যোগ দেওয়ার পর মাত্র ১১ ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ২৪ বছর বয়সী সেমেদো। তবে ঠিকই নিজের সামর্থ্যের জানান দিয়ে সমর্থকদের মন জয় করে নিচ্ছেন। এখন তাকে কমপক্ষে পাঁচটি ম্যাচ মিস করতে হচ্ছে।

চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে শেষ ষোলোর ফিরতি পর্বের হাইভোল্টেজ ম্যাচে সেমেদোকে পাচ্ছে না বার্সা। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম লেগ ১-১ সমতায় নিষ্পত্তি হয়। লা লিগায় দ্বিতীয় স্থানধারী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুদ্বপূর্ণ ম্যাচেও দর্শক ভূমিকায় থাকবেন সেমেদো।

বার্সার পরবর্তী পাঁচ ম্যাচের প্রতিপক্ষ যথাক্রমে লাস পালমাস (মার্চ ১, অ্যাওয়ে), অ্যাতলেতিকো মাদ্রিদ (৪ মার্চ, হোম), মালাগা (১০ মার্চ, অ্যাওয়ে), চেলসি (১৪ মার্চ, হোম), অ্যাথলেতিক বিলবাও (১৮ মার্চ, অ্যাওয়ে)। চেলসি বাদে বাকি সব লিগ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।