ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কেনের প্রশংসায় পঞ্চমুখ রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
কেনের প্রশংসায় পঞ্চমুখ রোনালদিনহো ছবি: সংগৃহীত

টটেনহামের ইংলিশ তারকা হ্যারি কেনে মুগ্ধ সাবেক বার্সেলোনা আইকন রোনালদিনহো। প্রতিভাবান এই ফরোয়ার্ড ইউরোপের যেকোনো ক্লাবে খেলার সামর্থ্য রাখে বলে নিজের অভিমত ব্যক্ত করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

আরেকটি দুর্দান্ত মৌসুম উপভোগ করছেন ২৪ বছর বয়সী কেন। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৩৫ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন।

ইউরোপিয়ান জায়ান্টদের রাডারে তিনি। স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন চলছে।

রোনালদিনহোর বিশ্বাস, বিশ্বের যেকোনো বড় ক্লাবের জার্সিতে খেলতে অনেক বেশি সক্ষম কেন, ‘বর্তমানে হ্যারি কেন একজন গ্রেট খেলোয়াড়। কোনো সন্দেহ নেই, এই মৌসুমে সে নতুন লেভেলে পা রেখেছে। এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে বিশ্বের যেকোনো টিম তাকে পেতে চাইবে। সে ইউরোপের যেকোনো ক্লাবে যেতে পারে। ’

‘বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি এরা কতটা শক্তিশালী তা কোনো বিষয় না, কেন ওয়ার্ল্ডের কয়েকজন খেলোয়াড়ের মধ্যে একজন যার জন্য যেকোনো টিম দরজা খোলা রাখবে যদি তাকে সাইন করানোর সুযোগ তাদের থাকে। ’-যোগ করেন ২০০২ বিশ্বকাপ জয়ী।

প্রিমিয়ার লিগে গত দুই সিজনে গোল্ডেন বুট জিতেছেন কেন এবং হ্যাটট্রিকের পথে হাঁটছেন। শৈশবের ক্লাব টটেনহাম তাকে ধরে রাখতে মরিয়া। দু’বারের ফিফা বর্ষসেরা রোনালদিনহো বলছেন, বিশ্বমানের কাউকে পেতে চাহিদা অনুযায়ী যত ইচ্ছা ব্যয় করার মানসিকতা ক্লাবগুলো প্রদর্শন করেছে।

‘গত দুই উইন্ডোতে (দলবদল) আমরা দেখেছি, ইউরোপের বড় ক্লাবগুলো ওয়ার্ল্ডের সেরা খেলোয়াড়দের দলে ভেড়াতে যে পরিমাণ ট্রান্সফার ফি-ই চাওয়া হয়েছে তা পরিশোধ করেছে। সম্ভবত এখন চারটি বা পাঁচটি ক্লাব এই স্টেজে রয়েছে যাদের কাছে ট্রান্সফার ফি গুরুত্বপূর্ণ বিষয় নয়, যদি তারা নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে টার্গেট করে, যেকোনো অঙ্ক দিতে তারা প্রস্তুত। ’

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।