বিজনেস মার্কেটিং কোম্পানি ‘সেক্টোরিয়াল অবজারভেটরি ডিবিকে’র জরিপ অনুযায়ী, গত লিগ সিজন থেকে রিয়ালের আয় ৬৭৫ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে ৬ হাজার ৮৮২ কোটি টাকার বেশি।
তৃতীয় স্থানধারী অ্যাতলেতিকো মাদ্রিদের উপার্জন মোট অঙ্কের ৯.১ শতাংশ। এরপর সেভিয়া ও অ্যাথলেতিক বিলবাও যথাক্রমে ৪.৬ শতাংশ ও ৪.২ শতাংশ।
লা লিগা ও দ্বিতীয় স্তরের ক্লাবগুলো মোট ৩৪৪০ মিলিয়ন উৎপন্ন করেছে। টাকার অঙ্কে ৩৫ হাজার ৬৯ কোটির বেশি। যা আগের আসরের চেয়ে ১৫ শতাংশ বেশি। শীর্ষ লিগের আয় ধরা হয়েছে ৩১৯১ মিলিয়ন ইউরো এভং ২৪৯ মিলিয়ন ইউরো বয়ে এনেছে দ্বিতীয় বিভাগ (সেকেন্ড ডিভিশন লিগ)।
ব্যাপক হারে আয় বৃদ্ধিতে মূল ভূমিকা রাখছে টেলিভিশন স্বত্বের অর্থ। যেটি গত দুই মৌসুমে ৭০ শতাংশ বেড়ে ১৪৪৮ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে। টাকায় ১৪ হাজার ৭৫৯ কোটির বেশি।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ২ মার্চ, ২০১৮
এমআরএম