ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্সেনালের মিলান জয়ে স্বস্তিতে ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
আর্সেনালের মিলান জয়ে স্বস্তিতে ওয়েঙ্গার ছবি: সংগৃহীত

সান সিরোতে গিয়ে ইনফর্ম এসি মিলানকে ২-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো আর্সেনাল। চাপের মুখে থাকা কোচ আর্সেন ওয়েঙ্গারকে স্বস্তিই এনে দিয়েছে তার শিষ্যরা।

নিজেদের সবশেষ ১৩ ম্যাচে মিলানের অপরাজেয় ধারার সমাপ্তি হলো গানারদের হাতে। খেলা শুরুর ১৫ মিনিটে ভিজিটরদের লিড এনে দেন আর্মেনিয়ান উইঙ্গার হেনরিখ এমখিতারিয়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েলস তারকা মিডফিল্ডার অ্যারন রামসে। দু’টি গোলেই অ্যাসিস্ট করেন জার্মান আইকন মেসুত ওজিল।  নির্ধারিত সময়ের আগে আর কেউই জালের দেখা পাননি। শেষ আটের মিশনে চালকের আসনে থেকে মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা।

আগামী বৃহস্পতিবার (১৫ মার্চ) শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে এসি মিলানকে আতিথ্য দেবে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা পাঁচ মিনিটে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

এদিকে, শেষ ষোলোর প্রথম লেগের অপর ম্যাচগুলোতে লোকোমোতিভ মস্কোকে ৩-০ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদ, সালজবার্গের কাছে ২-১ গোলে বুরুশিয়া ডর্টমুন্ড, অ্যাথলেতিক বিলবাওকে ৩-১ ব্যবধানে অলিম্পিক মার্শেই, সিএসকেএ মস্কোকে ১-০ তে অলিম্পিক লিঁও, ল্যাজিওর সঙ্গে ২-২ সমতায় ডায়নামো কিয়েভ, জেনিতকে ২-০ ব্যবধানে লেইপজিগ ও ভিক্টোরিয়া প্লাজেনকে ২-০ গোলে হারিয়েছে স্পোর্টিং লিসবন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ৯ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।