ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ জয়ে নেইমারে আশাবাদী পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
ব্রাজিলের বিশ্বকাপ জয়ে নেইমারে আশাবাদী পেলে ব্রাজিলের বিশ্বকাপ জয়ে নেইমারে আশাবাদী পেলে-ছবি: সংগৃহীত

ঘনিয়ে আসছে ফিফা বিশ্বকাপের সময়। দুই মাস সময়ও নেই রাশিয়ায় অনুষ্ঠেয় এই বিশ্ব মঞ্চের। ইতোমধ্যে আসরটিতে সুযোগ পাওয়া দলগুলো নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। এদের তালিকায় এগিয়ে রয়েছে ফেভারিট ব্রাজিলও। আর সেলেকাওদের বিশ্বকাপ পুনরুদ্ধারে তারকা নেইমারের প্রতি আশাবাদী দেশটির কিংবদন্তি পেলে।

ব্রাজিলের হয়ে রেকর্ড তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে স্মরণ করিয়ে দিলেন চার বছর আগের ঘরের মাঠের আসরকে। যেখানে সেমিফাইনালের মঞ্চে জার্মানির কাছে ইনজুরির কারণে নেইমারহীন ব্রাজিল ইতিহাসের বাজে হারের মুখ দেখে।

তবে পেলে আশা করছেন, নেইমারের ক্যারিয়ারে এবার এটি ‘দ্বিতীয় সুযোগ’।

বর্তমানে ইনজুরির কারণে মাঠে বাইরে রয়েছেন নেইমার। নিজ ক্লাব পিএসজির হয়ে খেলতে গিয়ে গুরুতর চোটে পড়েছেন তিনি। তবে রাশিয়ায় নিজের জাতীয় দলকে সুখবর শোনাবেন বলে পেলের ধারণা।

এবারের আসেরে সবার আগে তিতের অধীনে ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করেছিল। যেখানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৮ ম্যাচের ১২টিতে জয় পেয়েছিল পাঁচবারের বিশ্ব সেরারা।

নেইমারের প্রতি দারুণ আশাবাদী পেলে বলেন, ‘সে (নেইমার) ইতোমধ্যে দ্বিতীয় সুযোগ পেয়েছে। কেননা দুর্ভাগ্যবশত গতবার ব্রাজিলে ‍আমাদের ওপর দিয়ে এক বিপর্যয় গিয়েছিল। ’

কালো মানিক খ্যাত পেলে আরও বলেন, ‘ব্রাজিলে গত বিশ্বকাপে সে ইনজুরিতে পড়েছিল, আর ব্রাজিল হেরেছিল। আমি মনে করি এবার তার সেই ক্ষত দূর করার জন্য দারুণ, দারুণ সুযোগ রয়েছে। সে দুর্দান্ত একজন ফুটবলার। দেখা যাক, সে যদি ব্রাজিলকে বিশ্বকাপ (জয়) এনে দিতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।