ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি রেফারিকে প্রভাবিত করেননি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মে ৮, ২০১৮
মেসি রেফারিকে প্রভাবিত করেননি! ছবি: সংগৃহীত

মৌসুমের শেষ এল ক্লাসিকোর নিষ্পত্তি হয়েছে ২-২ ড্র-এ। কিন্তু ম্যাচ শেষে বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসির বিরুদ্ধে অভিযোগ ওঠে রেফারিকে প্রভাবিত করার। তবে এবার সেই অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন ফুটবলের এই নক্ষত্র।

মেসির বিরুদ্ধে ওঠা রেফারিকে প্রভাবিত করার অভিযোগের বিরুদ্ধে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, এমন কিছুই করেননি মেসি। তাদের মতে, ম্যাচের দিন রেফারিকে প্রভাবিত করতে কোনো ধরনের বাজে শব্দ কিংবা বিরূপ আচরণ করেননি মেসি এবং বিরতির সময় রেফারির সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেন মেসি।

ম্যাচের পর রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস জানান, মেসি রেফারিকে মাঠে অনবরত চাপ দিয়ে যাচ্ছিলেন, যাতে সিদ্ধান্ত তাদের পক্ষে যায়। তার মতে, বিরতির সময় টানেলে ফেরার আগে সার্জিও রবার্টো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে মেসি রেফারিকে আজেবাজে কথা বলেন।

তবে বার্সেলোনা ও লিগের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মার্কা দাবি করছে, ‘সেদিন মেসি রেফারির নামে একটিও অসম্মানের কথা বলেননি। ’

ম্যাচে একাধিকবার রেফারির সঙ্গে মেসিকে কথা বলতে দেখা গেছে। সেই দৃশ্যের কথা তুলে মার্কা লিখেছে, ‘টানেলে কথা বলার চেয়ে মেসি মাঠেই রেফারির সঙ্গে বেশি আলাপ করেছে। আর সেটা স্বাভাবিক ছিল। ’

বাংলাদেশ সময়ঃ ১৭০২, ০৮ মে, ২০১৮ 
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।