ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে ফরাসি লিগে সরাসরি লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন কিলিয়ান এমবাপ্পে-ছবি: সংগৃহীত

ফরাসি লিগে সরাসরি লাল কার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ হলেন কিলিয়ান এমবাপ্পে। গত সপ্তাহে নিমেসের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ৪-২ ব্যবধানে জয়ের ম্যাচে কড়া ট্যাকেলের শিকার হওয়ার পর প্রতিপক্ষের ফুটবলারকে আক্রমণাত্মক ভঙ্গি দেখান তরুণ এ তারকা। পরে রেফারি তাকে লাক কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

জয়ী দলের হয়ে একটি গোল করা এমবাপ্পের ঝামেলাটি হয় নিমেসের তেজি স্যাভিনিয়েরের সঙ্গে। তবে পার পেয়ে যাননি স্যাভিনিয়েরও।

সেদিন তিনিও দেখেন লাল কার্ড। আর তার শাস্তি হয়েছে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা।

জাতীয় দল ফ্রান্সের হয়ে বর্তমানে জার্মানিতে রয়েছেন এমবাপ্পে। উয়েফা ন্যাশন লিগে স্বাগতিকদের বিপক্ষে মিউনিখে খেলার কথা রয়েছে তার। ফলে শাস্তির বিপরীতে তার কোনো শুনানির দরকার হয়নি।

নিষেধাজ্ঞার ফলে রাশিয়া বিশ্বকাপ জয়ী এমবাপ্পে লিগে সেইন্ট-এতিয়েন, রেনেস ও রেমিসের বিপক্ষে মাঠে নামতে পারবেন না। তবে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে তার কোনো বাধা থাকবে না।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।