ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
বাগেরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ফুটবল টুর্নামেন্ট

বাগেরহাট: বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শেখ হেলালউদ্দিন স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়- সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিন হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মতিন মোল্লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদা আক্তার, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখী, প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, সরদার শুকুর আহমেদসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় যাত্রাপুর ইউনিয়ন দলকে ২-০ গোলে বারুইপাড়া ইউনিয়ন দল পরাজিত করে। দ্বিতীয় খেলায় বিষ্ণপুর ইউনিয়ন দল ৩-০ গোলে ডেমা ইউনিয়ন দলকে পরাজিত করে।

এ টুর্নামেন্টে সদর উপজেলার ১০টি ইউনিয়ন অংশ নিবে। আগামী ১১ সেপ্টেম্বর বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।