ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইবিতে আন্তঃবিভাগ ফুটবল শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
ইবিতে আন্তঃবিভাগ ফুটবল শুরু ইবিতে আন্তঃবিভাগ ফুটবল শুরু

ইবি: দুই বছর পর আবারো শুরু হলো ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট ২০১৮। 

রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালেয়ের   উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শাহিনুর রহমান এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
 
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্ট।

ম্যাচে আইন বিভাগ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ৪-১ গোলে হারিয়ে টুর্নামন্টে শুভ সূচনা করে।  

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়,  বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের মধ্যে ৩২টি বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯ দিনে অনুষ্ঠিত হবে ৪৬টি ম্যাচ। ২৬ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।  

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের  আন্তঃহল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল এ টুর্নামেন্টে অংশ নেবে।  

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সেলিম তোহা।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।