শনিবার (২০ অক্টোবর) ক্যাম্প ন্যুয়ে সেভিয়ার বিপক্ষে লা লিগায় ৪-২ গোলে জয় পায় বার্সেলোনা। তবে হারাতে হয় দলের প্রধান শক্তি মেসিকে।
ম্যাচ চলাকালে মেসির অবস্থা জানা না গেলেও ম্যাচ শেষ হওয়ার বার্সেলোনার নিজস্ব ওয়েবসাইটে জানিয়ে দেয়, মেসির ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরা পড়েছে। আর এ কারণে প্রায় ছয় ম্যাচ খেলতে পারবেন না ক্লাবটির অধিনায়ক।
বুধবার (২৪ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এর চার দিন পর অর্থাৎ ২৮ অক্টোবর ঘরের মাঠে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। এসব ম্যাচে মেসিকে পাবে না বার্সা। তবে ২৪ নভেম্বর অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছে বার্সেলোনা।
সেভিয়ার বিপক্ষে দ্বিতীয় মিনিটে মেসির দেওয়া দারুণ এক পাস থেকেই গোল করে দলকে এগিয়ে দেন ফিলিপে কৌতিনহো। দ্বাদশ মিনিটে নিজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।
বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমকেএম