রোববার (০৪ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ম্যাচের ৮ মিনিটেই প্রথম গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। মাঝ মাঠ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন নাইজেরিয়ার ফরোয়ার্ড মাগালান আওয়ালা।
এর দুই মিনিট পরই সমতায় ফেরার সুযোগ পায় আরামবাগ। কিন্তু জাহিদ হোসেনের কর্নারে উজবেকিস্তানের ফরোয়ার্ড বোবোজোনোভ ইকবালজন নরমাতোভিচের হেডে বাড়ানো বল পোস্টে লেগে ফিরে আসায় সেই সুযোগ হারাতে হয়।
৩৯তম মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে গাম্বিয়ার ফরোয়ার্ড মোমোদু বাহ জোরালো জালে পাঠালে ব্যবধান দ্বিগুন হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে স্বস্তি এনে দেন আরামবাগের নরমাতোভিচ। আর ৮৫তম মিনিটে শাহরিয়ার বাপ্পীর দারুণ এক গোলে সমতায় আসে আরামবাগ।
বাকি সময় আর কোনো দল গোল না করতে পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আরামবাগের হয়ে গোল করেন নরমাতোভিচ, রাজন মিয়া, রবিউল ইসলাম ও কিংসলে চুকয়ুদি। ৪-২ ব্যবধানে জয়ে গ্রুপ সেরা হয়ে মাঠ ছাড়ে আরামবাগ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘন্টা, নভেম্বর ০৪, ২০১৮
এমকেএম