রুনির বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের বড় জয়-ছবি: সংগৃহীত
বিদায়ী ম্যাচে বড় জয়ে মাঠ ছাড়তে পারলেন ওয়েন রুনি। যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করতে পারেননি ইংল্যান্ডের সর্বকালের সেরা এই গোলদাতা। বৃহস্পতিবার দিবাগত রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে মার্কিনিদের ৩-০ গোলে উড়িয়ে দেয় গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।
ঘরের মাঠে খেলতে নেমে যুক্তরাষ্ট্রকে কোনো সুযোগই দেয়নি ইংলিশরা। ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় তারা।
দলের জয়ে একটি করে গোল করেন হেসে লিংগার্ড (২৫), ট্রেন্ট আলেক্সন্ডার-আর্নল্ড (২৭) ও কালাম উইলসন (৭৭)।
এদিন ম্যাচের ৫৮ মিনিটে লিংগার্ডের বদলি হিসেবে রুনিকে বিদায়ী ম্যাচে খেলার সুযোগ করে দেন কোচ সাউথগেট। তবে গোল করতে পারেননি ইংলিশ ইতিহাসে সেরা এই স্ট্রাইকার।
২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত জাতীয় দল থ্রী-লায়ন্সদের হয়ে ১২০টি ম্যাচ খেলে ৫৩টি গোল করলেন রুনি।
বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, ১৬ নভেম্বর, ২০১৮
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।