চ্যাম্পিয়নস লিগে একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি। আর এই রেকর্ডে তিনি পেছনে ফেললেন পর্তুগাল ও বর্তমান জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।
বুধবার রাতে পিএসভিকে ২-১ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। তবে আগেই তাদের নকআউট পর্ব নিশ্চিত হয়েই ছিল। আর এই ম্যাচে দুই গোলের একটি করেন মেসি ও অপরটিতে অ্যাসিস্ট করেন। আর এই গোলেই ছাড়িয়ে গেলেন রোনালদোকে।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় বার্সেলোনার হয়ে ১০৬তম গোলটি করে ফেলেছেন মেসি। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ গোলের মালিক ছিলেন বর্তমানে জুভেন্টাসে খেলা রোনালদো।
নিজের গড়া এই রেকর্ড প্রসঙ্গে ক্লাব বার্সেলোনার ওয়েবসাইটে মেসি বলেন, ‘আমি আনন্দিত। এই মাত্র জানলাম এটা। নতুন পরিসংখ্যানের জন্য আমি খুশি। ’
চ্যাম্পিয়ন লিগ আসরের মোট গোলে অবশ্য রোনালদোই সবার ওপরে। সিআর সেভেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল ও জুভেন্টাসের হয়ে ১২১টি গোল করে সবার ওপরে রয়েছেন তিনি। আর এই তালিকায় দ্বিতীয়স্থানেই মেসি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
এমকেএম/এমএমএস