পিএসজির জয়। ছবি: সংগৃহীত
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় সারির দল অরলিন্সকে হারিয়ে ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
প্রতিপক্ষের মাঠে শেষ ষোলোর ম্যাচে ২-১ গোলে জয় পায় টমাস টুখেলের দলটি। যদিও দলে ছিলেন না ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার।
ম্যাচের ৪১তম মিনিটে আনহেল দি মারিয়ার বাড়ানো বল ডি-বক্সের ঠিক বাইরে পেয়ে উঁচু শটে প্রতিপক্ষের গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি।
৬৯তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। সেনেগালের মিডফিল্ডার জোসেপ লোপির গোলে স্বস্তি ফেরে অরলিন্স শিবিরে। তবে সেই স্বস্তি শেষ পর্যন্ত থাকেনি তাদের। ম্যাচের ৮১তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবির গোলে আবারও এগিয়ে যায় পিএসজি। আর এগিয়ে থেকেই ম্যাচ জয় করে মাঠ ছাড়ে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমকেএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।