কার্ডিফ সিটিকে তাদেরই মাটিতে ৫-১ গোলে বিধ্বস্ত করলো রেড ডেভিলসরা। সর্বশেষ ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের আমলে প্রতিপক্ষের জালে ৫টি গোল দিয়েছিল ম্যানইউ।
এদিন দলের হয়ে জোড়া গোল করেন জেসে লিংগার্ড। আর একটি করে গোল করেন মার্কাস রাফফোর্ড, আন্দ্রে হেরেরা ও অ্যান্তোনিও মার্শিয়াল। কার্ডিফের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ভিক্টর কামারাসা।
লিগে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। আর আর্সেনালের পয়েন্টও ৩৭। তবে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে উনাই এমেরির দল।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস