রংপুরের হয়ে গোল দুটি করেন আপন চন্দ্র রায় ও শামীম ইসলাম। আর রাজশাহীর হয়ে একমাত্র গোলটি আসে আহাদের কাছ থেকে।
ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হয়। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত দেওয়া হয় ১০ মিনিট। ৬ মিনিটে জয়সূচক গোলটি করেন রংপুরের শামীম ইসলাম।
এর আগে নির্ধারিত সময়ের ৪৪ মিনিটে আপন চন্দ্র রায় গোল করে প্রথমে এগিয়ে দেন রংপুরকে। ৫৭ মিনিটে রাজশাহীকে ম্যাচে ফেরান আহাদ।
ম্যাচেসেরা খেলোয়াড় হন রংপুরের আপন চন্দ্র রায়। রংপুরের শামীম ইসলাম জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (৪ গোল)।
গত সেপ্টেম্বরে দেশব্যাপী প্রথমে ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু হয়। সেখান থেকে উপজেলা ও জেলা পর্যায়ে খেলা চলে। তারপর জেলার প্রতিযোগিতা শেষে গঠণ করা হয় বিভাগীয় দল। দেশের ফুটবল উন্নয়নের লক্ষ্যেই নতুন ধরনের এই প্রতিযোগিতা শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমকেএম