ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

চেলসিকে হারিয়ে আর্সেনালের প্রতিশোধ, জয়ের ধারায় ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
চেলসিকে হারিয়ে আর্সেনালের প্রতিশোধ, জয়ের ধারায় ম্যানইউ চেলসিকে হারিয়ে আর্সেনালের প্রতিশোধ-ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও চেলসি। তবে ঘরের মাঠে চেলসিকে ২-০ গোলে হারিয়ে দারুণ প্রতিশোধ নিল আর্সেনাল। লিগের প্রথম দেখায় ৩-২ গোলে হেরেছিল গানাররা।

অপর ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ২-১ গোলে হারিয়ে নতুন কোচের অধীনে জয়ের ধারায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১৪ মিনিটে আলেকজান্দ্রে লাকাজেত্তের গোলে এগিয়ে যায় আর্সেনাল।

পরে ৩৯ মিনিটে লরা কোয়েসিয়েলনি গোল করলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এদিকে মৌসুমের মাঝে দায়িত্ব নিয়ে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন ম্যানইউ কোচ ওলে গুনার সুলশার। তার অধীনে এ নিয়ে টানা ৬ লিগ ম্যাচে জয় পেল রেড ডেভিলসরা। ২৭ মিনিটে পল পগবা পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন। পরে মার্কাস রাশফোর্ড ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। ৭২ মিনিটে প্রতিপক্ষের গ্রব একটি গোল শোধ করেন।

লিগে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। ১৩ জয় ও পাঁচ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে পরের অবস্থানেই আর্সেনাল। লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৮। ম্যানচেস্টার ইউনাইটেডের অর্জনও আর্সেনালের সমান ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।