ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজির জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
পিএসজির জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেন নেইমার ছবি: সংগৃহীত

স্ত্রাসবুরের বিপক্ষে ২-০ গোলে জিতে ফরাসী কাপের শেষ ষোলোয় জায়গা করে নিল প্যারস সেন্ট জার্মেই। তবে দলের এমন জয়ের দিনে গুরুতর চোট নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ছিটকে যেতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এডিনসন কাভানির চতুর্থ মিনিটের গোলে এগিয়ে যায় পিএসজি। জোড়ালো শটে গোলটি আদায় করে নেন লিগে গ্যাঁগোর বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা এই উরুগুইয়ান।

৫৮ মিনিটে বল নিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝে ড্রিবল করতে গিয়ে পা মচকে যায় নেইমারের। গুরুতর চোট হওয়ায় ৬২ মিনিটে তাকে তুলে নেওয়া হয়।

এদিকে নেইমার না থাকলেও দমে যায়নি পিএসজি। উল্টো ৮০ মিনিটে ইউলিয়ান ড্র্যাক্সলারের পাসে জয়সূচক গোলটি করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।