ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

জয় পেলো রিয়াল, বেনজেমার জোড়া গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
জয় পেলো রিয়াল, বেনজেমার জোড়া গোল করিম বেনজেমার গোল উদযাপন

এসপানিওলের বিপক্ষে ৪-২ গোলের দাপুটে জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। দারুণ খেলে জোড়া গোল পেয়েছেন করিম বেনজেমা। একটি করে গোল পেয়েছেন সার্জিও রামোস ও বেল।

খেলার চার মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ফরাসি তারকা বেনজেমা। ১৫ মিনিটে ব্যবধান ২-০ করেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস।

এর ১০ মিনিট পরেই গোল করে খেলা জমিয়ে দেন এসপানিওল তারকা ব্যাপটিস্টাও। তবে বেশিক্ষণ লড়াইয়ে থাকতে পারেনি তার দল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা।

বদলি খেলোয়াড় হিসেবে নেমে গ্যারেথ বেল ৬৭ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দেন। এরপর খেলা থেকে একরকম ছিটকে যায় এসপানিওল। ৭২ মিনিটে ভ্যারানে লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় রিয়াল। পরে ৮১ মিনিটে রোজালেস ব্যবধান কমালেও আর খেলায় ফিরতে পারেনি এসপানিওল।

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।