ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

নীলফামারীতে বসুন্ধরা কিংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
নীলফামারীতে বসুন্ধরা কিংস

নীলফামারী: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) ২০১৮-১৯ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে হোম ভ্যানু নীলফামারীতে পৌঁছেছে বসুন্ধরা কিংস।

সোমবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে তাদের উষ্ণ অভিনন্দন জানানো হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দলটি আগামী ৩০ জানুয়ারি (বুধবার) বিকেল ৩টায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি (বুধবার) বসুন্ধরা কিংস ৩-০ গোলে আবাহনী লিমিটেডকে পরাজিত করে। এ মাঠে মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।