রাইটব্যাকের অভাব পূরণ করতে সর্বশেষ দানি আলভেসের স্বদেশী এক তরুণকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। শীতকালীন দলবদলের শেষ দিনে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) অ্যাটলেটিকো মিনেইরো থেকে রাইটব্যাক এমারসনকে দলে টেনেছে কাতালান জায়ান্টরা।
ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সদস্য এমারসনকে অ্যাটলেটিকো মিনেইরোর কাছ থেকে ১২ মিলিয়ন ইউরোতে কিনেছে বার্সেলোনা। তবে এখনই মেসিদের সঙ্গে মাঠে নামার সুযোগ পাচ্ছেন না তিনি। আপাতত তাকে ধারে রিয়াল বেতিসে পাঠিয়ে দেওয়া হবে। তাকে কেনার অর্থও ভাগ করে খরচ করেছে দুই ক্লাব।
২০২১ সালের জুন পর্যন্ত ধারে বেতিসের হয়ে খেলবেন এমারসন। সেসময় তাকে দলে নিতে বার্সার খরচ হবে মাত্র ৬ মিলিয়ন ইউরো। সেই সঙ্গে বাড়তি বোনাসও থাকছে। তবে ভবিষ্যতে তাকে কোথাও বেচে দিতে চাইলে সেই অর্থের একটা ভাগ পাবে বেতিস। চুক্তিতে এরকমটাই বলা আছে।
ধারের অধ্যায় শেষ হলে বার্সা যদি তাকে না নিতে চায় সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে রেখে দিতে পারবে বেতিস।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমএইচএম