ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আগুয়েরোর রেকর্ড হ্যাটট্রিকে চেলসিকে উড়িয়ে শীর্ষে সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
আগুয়েরোর রেকর্ড হ্যাটট্রিকে চেলসিকে উড়িয়ে শীর্ষে সিটি

সার্জিও আগুয়েরোর রেকর্ড গড়া হ্যাটট্রিকের দিনে হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে বিধবস্ত করলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্লুজদের ৬-০ গোলে উড়িয়ে লিভারপুলকে হটিয়ে ফের শীর্ষে  চলে এলো পেপ গার্দিওলার দল।

রোববার (১০ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেন রাহিম স্টারলিং। আর একটি গোল করেন এলকায় গুন্দোগান।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সিটি। এরই ধারাবাহিকতায় খেলার মাত্র ৪ মিনিটেই লিড পেয়ে যায় দলটি। বেনার্দো সিলভার ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করেন স্টারলিং।  

১৩ মিনিটে ব্যবধান বাড়ান আগুয়েরো। ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোলটি করেন তিনি। ৬ মিনিট পরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ভুলে গোলটি পান তিনি।

বিরতির বেশ আগেই ৪ গোলের লিড পায় স্বাগতিকরা। ২৫ মিনিটে জার্মান তারকা গুন্দোগান দলের হয়ে এক হালি পূর্ণ করেন।  

বিরতির পর এগিয়ে যেতে সময় নেয়নি সিটি। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিক করার যে কীর্তি এতোদিন আলান শিয়েরার ছিল, সেই রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন তারকা।

৮০ মিনিটে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের জোড়া গোল পূর্ণ করেন স্টারলিং।

লিগে ২৭ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা লিভারপুলেরও পয়েন্ট সমান ৬৫। তবে ক্লপের দল দ্বিতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এমএমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।