ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয় পেয়েছে ওয়ারী ক্লাব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয় পেয়েছে ওয়ারী ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও ওয়ারি ক্লাবের মধ্যকার ম্যাচের একটি মুহূর্ত

প্রথম বিভাগ ফুটবল লিগ-বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) জয় পেয়েছে ওয়ারী ক্লাব। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে তারা।

কমলাপুরের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৯ মিনিটে নকরেকের গোলে এগিয়ে যায় ওয়ারী। বিরতির পর চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি ভিক্টোরিয়া।

ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ারি।

আরেক ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব। ম্যাচের ৬ মিনিটে সুমনের গোলে এগিয়ে যায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। বিরতির পর ৬৯ মিনিটে আকিবের গোলে সমতায় ফেরে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব।  

৭২ মিনিটে মুন্নার গোলে এগিয়ে যায় ফকিরাপুল। এরপর ৮০ মিনিটে মওদুদ পেনাল্টি থেকে গোল করলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাধীনতা ক্রীড়া সংঘ।
 
বাংলাদেশ সময়: ২০০২ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।