টানা চতুর্থ পরাজয় দেখলো মোহামেডান। ছবি: শোয়েব মিথুন
কোথায় গেল সেই ঐতিহ্যবাহী মোহোমেডান? এই নামটিই এখন তাদের সম্পদ। এছাড়া মাঠের খেলায় নেই কোনো প্রাণ। সর্বশেষ সাইফ স্পোর্টিংয়ের কাছে ২-১ গোলে হেরে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ পরাজয় দেখলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল। যেখানে ম্যাচের মাত্র ১০ মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং।
পার্কের সহায়তায় রাশিয়ান স্ট্রাইকার দেনিস বলশেকভ গোলটি করেন। পরে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাইফ। দ্বিতীয়ার্ধের শুরুতেই কলম্বিয়ার ফরোয়ার্ড দেইনের আন্দ্রেস করদোবার গোলে ব্যবধান দ্বিগুণ করে সাইফ। দক্ষিণ কোরিয়ার পার্ক এবারও গোলে সহয়তা করেন।
৬৭ মিনিটে ব্যবধান কমায় মোহামেডান। চিগোজির হেড থেকে হেডের মাধ্যমেই লক্ষ্যভেদ করেন আমির হাকিম বাপ্পী। তবে ম্যাচের আর কোনো গোল না করতে পারলে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।
লিগে ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ১০।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।