বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে রহমতগঞ্জের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকেই বলের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় বসুন্ধরা কিংস।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই আক্রমণ শানাতে থাকে বসুন্ধরা কিংস। ম্যাচের ৫০ মিনিটে রহমতগঞ্জের ডি বক্সে অধিনায়ক নাইজেরিয়ার মোনডে ফাউল করে বসেন বসুন্ধরার ব্রাজিলিয়ান তারকা মার্কোসকে। পেনান্টি পেয়ে যায় বসুন্ধরা। আর হলুদ কার্ড দেখেন রহমতগঞ্জের মোনডে। পেনাল্টি কিক থেকে গোল করেন কিরকিজস্তানের ফরোয়ার্ড বখতিয়ার দুইশবেকভ।
৫৬ মিনিটে রহমতগঞ্জের রাকিবুল ইসলাম মধ্য মাঠ থেকে একাই বল নিয়ে বসুন্ধরার ডি বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু সুযোগটা তিনি কাজে লাগাতে লাগাতে পারেননি। বরং দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কিংস। এবার কোস্টারিকান তারকা দানিয়েল কলিনদ্রেস একাই বল নিয়ে রহমতগঞ্জের ডি বক্সে প্রবেশ করে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে আরও একবার সুযোগ মিস করেন তিনি।
ঢাকার মাঠে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে লিগ শুরু করা বসুন্ধরা পরের ম্যাচগুলোর মধ্যে নিজেদের মাঠ নীলফামারীতে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে উড়িয়ে দিয়েছিল ৩-০ ব্যবধানে। এরপর নোফেলকে ২-০ গোলে ও গোপালগঞ্জের মাঠে মুক্তিযোদ্ধাকে ৩-১ গোলে হারিয়েছিল। পঞ্চম খেলায় একমাত্র গোলে জয় পেয়ে ১৫ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। আর লিগে তৃতীয় পরাজয়ের স্বাদ পাওয়া রহমতগঞ্জের পয়েন্ট ৬ ম্যাচে ৩।
এদিকে নোফেল স্পোর্টিং ও টিম বিজেএমসির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমএইচএম