ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন বাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
নেইমারের বার্সায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন বাবা বাবার সঙ্গে নেইমার। ছবি: সংগৃহীত

রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দিয়েও শান্তিতে নেই নেইমার, আবারও বার্সেলোনার ফিরতে চান, পুরোনো ক্লাবেই নিজেকে ফের দেখছেন। এমন অনেক গুঞ্জনই প্রতিনিয়ত নেইমারকে নিয়ে ওঠে। তবে বার্সাতে ফেরা নয়, পিএসজিতে ভালো আছেন তিনি, জানালেন তারই বাবা নেইমার সিনিয়র।

ব্রাজিল তারকার সঙ্গে বার্সেলোনার ফের যোগাযোগ হয়েছে, এমন সংবাদকে ভিত্তিহীন উল্ল্যেখ করেন নেইমারের বাবা বলেন, ‘সে প্যারিসে খুবই সুখে আছে। ’

বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার।

টেলেফুটকে এক সাক্ষাৎকারে নেইমার সিনিয়র জানান, নেইমারের বার্সায় ফেরার খবর মিথ্যে ছাড়া আর কিছুই না।

নেইমারের বাবা হওয়ার পাশাপাশি এজেন্টের দায়িত্বে থাকা এই ব্যক্তি বলেন, ‘বার্সেলোনা থেকে আমার কাছে এখন পর্যন্ত কোনো ফোন আসেনি, এটা মিথ্যে। অবশ্যই বার্সা সেরা একটি দল। আর ট্রান্সফারের সময় নেইমারের নাম ওপরে থাকবে এটা স্বাভাবিক। আসলে গুঞ্জনে তার মতো খেলোয়াড়কে বাইরে রাখাও অসম্ভব। ’

এদিকে ভবিষ্যতেও কী নেইমার প্যারিসের দলটির হয়ে খেলবেন, এমন প্রশ্নে জবাবে নেইমার সিনিয়র বলেন, ‘ভবিষ্যত সম্পর্কে বলাটা কঠিন, কেননা ফুটবলে যেকোনো সময়েই পরিবর্তন আসতে পারে। তবে সে প্যারিসে ভালো আছে। ’

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।