এদিন নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ৩-২ গোলে আরামবাগকে হারায় বসুন্ধরা। এই জয়ের ফলে সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
২৩তম মিনিটেই এগিয়ে যায় আরামবাগ। চিনেডু ম্যাথিউয়ের বাড়ানো বলটি নিখুতভাবে জালে পাঠান আরিফুর রহমান। কিন্তু পরের মিনিটেই সমতায় ফেরে বসুন্ধরা কিংস। এরপর ৩২তম মিনিট ও ৪২তম মিনিটে আরও দুটি গোল করেন বসুন্ধরার মতিন মিয়া ও মার্কোস দি সিলভা।
দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে আরামবাগের হয়ে আরেকটি গোল করেন নাইজেরিয়ান কিংসলে চিগোজি। তবে শেষ পর্যন্ত দলটি আর গোল না পাওয়ায় কিংসদের কাছে হেরেই মাঠ ছাড়তে হয়।
আট ম্যাচে চারটি করে জয় ও হারে ১২ পয়েন্ট আরামবাগের।
একই দিনের আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মেহেদী হাসান রয়েল ও মিথুন বিশ্বাসের গোলে বিজেএমসির বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এমকেএম