ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

লুকাকুর জোড়া গোলে ম্যানইউর রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
লুকাকুর জোড়া গোলে ম্যানইউর রেকর্ড জয় লুকাকুর জোড়া গোলে ম্যানইউর রেকর্ড জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে রোমেলু লুকাকুর জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে ক্লাব রেকর্ড প্রতিপক্ষের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচে জয় তুলে নিল ওলে গুনার সুলশারের শিষ্যরা। 

টানা ৯ ম্যাচে গোল না পাওয়া বেলজিয়াম তারকা লুকাকু ৩৩ ও ৫২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। আর ৮৩ মিনিটে আশলে ইয়ং জয় সূচক গোলটি করেন।

মাঝে ৬৬ মিনিটে ক্রিস্টালের ওয়ার্ড দলের হয়ে একটি গোল করে শুধু ব্যবধানই কমিয়েছেন।

এদিকে একই দিন লিগের অপর দুই ম্যাচে বোর্নমাউথকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। আর টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে চেলসি।    

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।