ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

রবিউলের গোলে কম্বোডিয়াকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
রবিউলের গোলে কম্বোডিয়াকে হারালো বাংলাদেশ রবিউল হাসান

রবিউল হাসানের একমাত্র গোলে কম্বোডিয়াকে হারালো বাংলাদেশ। নমপেনে ১-০ গোলে জয় পান জামাল ভূঁইয়ারা। দীর্ঘ পাঁচ মাস পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেই জয়ের মুখ দেখলো জেমি ডে’র শিষ্যরা।

শনিবার (০৯ মার্চ) ম্যাচের ৮৩ মিনিটে দলীয় আক্রমণের পর সুফিলের ক্রস থেকে বল পেয়ে আলতো টোকায় গোলটি করেন রবিউল। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২।

আর কম্বোডিয়ার ১৭২। তবে র‌্যাংকিং, প্রতিপক্ষের মাঠ, দর্শক সবকিছু জয় করে উৎসবে মাতে বাংলাদেশ।

এর আগে গেল ৬ মার্চ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যচ খেলতে কম্বোডিয়ায় পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

লাল-সবুজের দল সর্বশেষ গত বছর ১০ অক্টোবর বঙ্গবন্ধু গোল্ডকাপে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। চেষ্টা করেও ম্যাচ খেলার জন্য দল পাওয়া যাচ্ছিল না। এরপর কোচের পরামর্শ অনুযায়ী প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সামনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। তাই অনূর্ধ্ব-২৩ দলের ১১ জনকে স্কোয়াডে রেখেছেন কোচ জেমি ডে। এদের ওপর কোচের নজর থাকবে বেশি। কম্বোডিয়া থেকে ফিরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘন্টা, মার্চ ০৬, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।