মেসির এমন পারফরম্যান্সে ম্যাচ শেষে ভালভার্দে জানিয়ে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ওপর বার্সা অবশ্যই নির্ভর করে। যদিও ম্যাচের শুরুতে ফিলিপ কৌতিনহো ও ম্যালকমের গোলে বার্সাই ২-০ গোলে লিড নিয়েছিল।
আরও পড়ুন...৮ গোলের রোমাঞ্চে বার্সার জয়রথ থামালো ভিয়ারিয়াল
স্বাগতিক ভিয়ারিয়ালের হয়ে স্যামুয়েল চুকাউয়েজ ও কার্ল তোকো একামম্বি সমতায় ফেরান দলকে। পরে ভিসেন্তে ইবোর্রা ও কার্লোস বাক্কা দলকে ঐতিহাসিক জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন। তবে ৬১ মিনিটে কৌতিনহোর বদলি হিসেবে নেমে ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন মেসি। আর অতিরিক্ত সময়ে কর্ণার থেকে বল পেয়ে দূরপাল্লার জোড়ালো শটে গোল করে বার্সাকে হারের হাত থেকে বাঁচান লুইস সুয়ারেজ।
এই ম্যাচ শেষে ফের একবার প্রশ্ন ওঠে বার্সা আসলেই মেসি নির্ভর। তবে ব্যাপারটিকে উড়িয়ে না দিয়ে স্বীকার করে নিলেন কোচ ভালভার্দে, ‘অবশ্যই মেসি নির্ভরতা রয়েছে। অবশ্যই এটা বিদ্যমান। সে বিশ্বের সেরা ফুটবলার। ’
তিনি আরও বলেন, ‘তবে সে যখন না খেলে, তখনও আমরা একইভাবে খেলি। যেমনটি হয়েছিল প্রথমার্ধে। মেসি নির্ভরতা ছিল না (প্রথমার্ধে) এবং দল জয়ের (উচিত ছিল) লক্ষ্যেই খেলছিল। ’
এদিকে এই ড্রয়ের ফলে দ্বিতীস্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ৮ পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইলো বার্সা। আগামী রোববার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’য়ে এই অ্যাতলেটিকোর বিপক্ষেই খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৯
এমএমএস