ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

এশিয়ার সেরা গোল মামুনুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, জুন ২১, ২০১৯
এশিয়ার সেরা গোল মামুনুলের গোলের পর মামুনুলের উল্লাস-ছবি: শোয়েব মিথুন

এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসি’র চলতি সপ্তাহের সেরা গোল নির্বাচিত হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের গোল। 

বুধবার (১৯ জুন) এএফসি কাপের ‘ই’ গ্রুপের ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদিয়ের মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী। ম্যাচটি ৫-০ গোলে জেতে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

সেই ম্যাচে আবাহনীর মিডফিল্ডার মামুনুল দারুণ এক গোলের দেখা পান যেটি এএফসি’র সপ্তাহের সেরা গোলের মনোনয়ন পায়।

দর্শক ভোটে লড়াইয়ের পর সিরিয়ার মোহাম্মদ আল ওয়াকিদকে পেছনে ফেলে সপ্তাহের সেরা গোল নির্বাচিত হয় মামুমুলের দেওয়া গোলটি। ৫২ শতাংশ ভোট পেয়েছেন তার গোল। ১৫৫২০টি ভোটের মধ্যে মামুনুলের গোল ভোট পেয়েছে ৭৯৯৭টি।

দ্বিতীয় সেরা গোল নির্বাচিত হয়েছে সিরিয়ার মোহাম্মদ আল ওয়াকিদের দেওয়া গোল। তার গোলটি পেয়েছে ৪৬ শতাংশ ভোট অর্থাৎ ৭১৯০টি ভোট।

এর আগে ইনচিয়ন এশিয়ান গেমস ফুটবলে ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রায় ৩৫ গজ দূর থেকে দর্শনীয় গোল করেছিলেন মামুনুল। এএফসির সপ্তাহসেরা তিনটি গোলের মধ্যে সেই গোলটিও ছিল।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।