বিরতির পর ৫৩ মিনিটে সাইফকে লিড এনে দেন উজবেকিস্তানের স্ট্রাইকার ওতাবেক জকিরভ। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রহিম উদ্দিন।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে শেখ রাসেল। কিন্তু ৭৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাইফের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রো চেলিন।
এই পরাজয়ে ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে সমান ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
আরএআর/এমএমইউ