ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে চিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে চিলি কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করলো চিলি-ছবি:সংগৃহীত

কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করলো চিলি। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে গোলশূন্য ড্র হওয়ার পর পেনাল্টি শুট আউটে অ্যালেক্সিস সানচেজ শেষ গোলটি করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের টানা তিন শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখেন।

বাংলাদেশ সময় শনিবার ভোরে ব্রাজিলের সাও পাওলোতে মুখোমুখি হয় দু’দল। তবে ম্যাচে দারুণ খেলা চিলির তিনটি গোল ভিএআর প্রযুক্তিতে বাতিল হয়।

এই তিনটি বাতিল হওয়া গোলে শট নিয়েছিলেন চার্লেস, আরানগুইজ ও আরতুরো ভিদাল।

তবে টাইব্রেকারে ঠিকই জয় তুলে নেয় চিলি। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা সানচেজ পঞ্চম গোলটি করে দলটির জয় নিশ্চিত করেন। এর আগে কলম্বিয়ার উইলিয়াম তেসিয়ো গোল মিস করেন। চিলির হয়ে পেনাল্টিতে শুটে অন্য গোলগুলো করেন ভিদাল, এদুয়ার্দো ভারগাস, এরিক পুলগার ও আরানগুইজ।

আরেক কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে ও পেরুর বিপক্ষে জয়ী দলের বিপক্ষে আগামী বুধবার পোর্তে অ্যালেগ্রিতে মুখোমুখি হবে চিলি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।