ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজি অধ্যায় শেষে ফের জুভেন্টাসে বুফন 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
পিএসজি অধ্যায় শেষে ফের জুভেন্টাসে বুফন  জিয়ানলুইজি বুফন: ছবি-সংগৃহীত

ফরাসি ক্লাব পিএসজি অধ্যায় শেষে ফের পুরনো ঠিকানা জুভেন্টাসে ফিরে এসেছেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। 

২০১৮-১৯ মৌসুমে ১২ মাসের জন্য তুরিনের বুড়িদের ছেড়ে পিএসজিতে যোগ দেন এই ইতালিয়ান গোলরক্ষক। মেয়াদ শেষ হওয়ার পর গত ৫ জুন ঘোষণা দেন পার্ক দ্য প্রিন্সেস ছাড়ার।

তখন গুঞ্জন ওঠেছিল অবসরে যেতে পারেন বুফন। তবে বুট জোড়া তুলে রাখার পরিকল্পনা বাদ দিয়ে পরের মৌসুমের জন্য পুনরায় জুভদের গোলপোস্ট সামলানোর দায়িত্ব নিয়েছেন এই ৪১ বছর বয়সী গোলরক্ষক।  

বৃহস্পতিবার (০৪ জুন) বুফন তুরিনে পৌঁছান এবং মেডিক্যাল চেক-আপও করেন। তিনি জুভন্টাসে যোগ দিয়েছেন ফ্রি ট্রান্সফার ফিতে।  

পিএসজিতে যাওয়ার আগে টানা ১৭ বছর জুভেন্টাসে কাটিয়েছেন বুফন। সিরি’আ লিগে আর মাত্র ৮ ম্যাচ মাঠে নামলেই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। ৬৪৭ ম্যাচ খেলে এখন পযর্ন্ত রেকর্ডটি অক্ষত রেখেছেন সাবেক আজ্জুরি ডিফেন্ডার পাওলো মালদিনি।  

বুফন ইতালির হয়ে খেলেছেন ১৭৬টি আন্তর্জাতিক ম্যাচ। ২০০৬ সালে জিতেছেন বিশ্বকাপ। জুভেন্টাসের হয়ে জিতেছেন ৯টি সিরি’আ শিরোপা ও ৪টি ইতালিয়ান লিগ।  

ক্যারিয়ারে এত অর্জন সত্ত্বেও বুফনের অধরা রয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। সেই অধরাকে ধরতে এক মৌসুমের জন্য পিএসজিতে যোগ দেন তিনি। কিন্তু ফরাসি জায়ান্টদের হয়ে ফ্রেঞ্জ লিগ ওয়ান জিতলেও চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন পূরণ হয়নি তার।

২০১৯-২০ মৌসুমে তুরিনে পুরনো কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে পাচ্ছেন না বুফন। চেলসি ছেড়ে জুভেন্টাসের দায়িত্ব নিয়েছেন মাউরিসিও সারি।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।