ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

ফুটবল

জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস ফাইল ফটো

নীলফামারী থেকে: বিজেএমসিকে ২-০ গোলে পরাজিত করে জেয়র ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে রোববার (৭ জুলাই) বিকাল ৪টায় বসুন্ধরা কিংস বনাম টিম বিজেএমসি খেলাটি শুরু হয়।

খেলা শুরুর ২৮মিনিটের মাথায় বসুন্ধরা কিংস্’র ড্যানিয়েলের কর্ণার শটে নুরুল নাঈম ফয়সাল হেড করে প্রথম গোলটি করেন। আর দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটের মাথায় তৌহিদুল আলম সবুজের পাসে মার্কোস দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।

দারুণ এ জয়ের ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান করলো বসুন্ধরা। ১৮ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট তাদের। আর দ্বিতীয়স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ৪৫। অন্যদিকে টানা তিন ম্যাচ হারা বিজেএমসি সব মিলিয়ে ১৯ ম্যাচে এক জয় ও পাঁচ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তলানিতে আছে।

এদিকে গত ফেব্রুয়ারিতে এই বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর লিগে টানা ১২ ম্যাচ জিতল বসুন্ধরা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।