ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসি 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন মেসি  ছবি-সংগৃহীত

কোপা আমেরিকা টুর্নামেন্টকে ‘দুর্নীতিগ্রস্ত’ দাবি করায় দুই বছরের জন্য আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ হতে পারেন লিওনেল মেসি। 

২০১৯ কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণীতে চিলির বিপক্ষে ‘বিতর্কিত’ লাল কার্ড দেখেন মেসি। ম্যাচের ৩৭ মিনিটে কার্ডিফের চিলিয়ান মিডফিল্ডার গ্যারি মেডেলের সঙ্গে শারীরিক সংঘাতের কারণে বার্সেলোনা ফরোয়ার্ডকে লাল কার্ড দেখান রেফারি।

মেডেলেও মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। ম্যাচটিতে অবশ্য ২-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

তবে ১৪ বছর পর দ্বিতীয়বার লাল কার্ড দেখাটা সহজে মেনে নেননি মেসি। ম্যাচের পর কোপার আয়োজকদের তুমুল সমালালোচনা করেছেন ৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।  

মেসি ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রত্যাখান তো করেছেনই সঙ্গে ছাড়েননি কোপার আয়োজক দেশ চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকেও। এলএমটেন সরাসরি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, সবকিছু আগে থেকে ব্রাজিলের জন্য ঠিক করা ছিল। ’ 

সেখানেই ক্ষান্ত দেননি মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কোপা আমেরিকা আয়োজকদের কটাক্ষ করে বলেন, ‘আমি এই দুর্নীতির অংশ হতে চাই না। আমাদের উচিত নয় এই অসম্মানের অংশীদার হওয়া যা আমরা কোপা আমেরিকাতে সহ্য করেছি। আমরা আরও অনেকদূর যেতে পারতাম। কিন্তু আমরা ফাইনালে যেতে পারিনি কারণ দুর্নীতি।  রেফারি দর্শকদের ফুটবল উপভোগ থেকে বঞ্চিত করেছে। ’ 

স্বাভাবিকভাবে মেসির এমন স্পষ্ট অভিযোগ ভাল চোখে নেয়নি কোপার আয়োজকরা।  ফুটবলকে অপমান করায় আর্জেন্টাইন অধিনায়ককে আর্ন্তজাতিক অঙ্গনে দুই বছরের জন্য নিষিদ্ধ করার কথা ভাবছে কনমেবল (দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন)। এমনটাই জানিয়েছে স্প্যানিশ এক গণমাধ্যম এএস।

কনমেবল তাদের এক বিবৃতি জানায়, ‘সবকিছু রেফারির সিদ্ধান্ত। অগ্রহণযোগ্য এসব ভিত্তিহীন অভিযোগ কোপা আমেরিকা সম্পর্কে অসম্মান ও মিথ্যা ধারণাকে প্রতিনিধিত্ব করে। ’ 

তবে লাতিন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি তাদের বিবৃতিতে মেসিকে নিষিদ্ধ করার বিষয়ে কিছুই জানায়নি।

এদিকে মেসির ২০২০ আর্জেন্টিনা-কলম্বিয়া কোপা আমেরিকা এবং ২০২২ কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করার ইচ্ছে আছে।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।