ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মার্জিয়া-সাজেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মার্জিয়া-সাজেদা

ময়মনসিংহ:  ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলার মার্জিয়া ও সাজেদার রক্তের অণুচক্রিকা কমে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

বুধবার (১০ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ড এ সিদ্ধান্ত নেয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মমেক হাসপাতাল থেকে তাদের ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে।

 

মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি জানান, ব্লাড টেস্টের রিপোর্টে দেখা গেছে মার্জিয়া-সাজেদার রক্তের অণুচক্রিকা কমে গেছে। পরে দুপুরে চার সদস্যের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ঢাকা রেফার্ড করা হয়েছে।  

কলসিন্দুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মালা রানী সরকার বাংলানিউজকে জানান, উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যার জন্য মার্জিয়া ও সাজেদাকে ঢাকা পাঠানো হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে একটি অ্যাম্বুলেন্স তাদের নিয়ে ঢাকার উদ্দেশে ময়মনসিংহ ছেড়ে যায়।  

এর আগে জ্বর নিয়ে মঙ্গলবার (০৯ জুলাই) মমেক হাসপাতালে ভর্তি হন সাজেদা-মার্জিয়া।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৯ 
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।