লিগে এটি বসুন্ধরার ১৯তম আর টানা ১৩তম জয়। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছে বসুন্ধরা।
মঙ্গলবার (১৬ জুলাই) নীলফামারির শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা। মতিন মিয়ার পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন মোহাম্মদ ইব্রাহিম। ব্যবধান বাড়াতে সময় নেয়নি নবাগত জায়ান্টারা। ৩৯ মিনিটে মার্কোস ভিনিসিয়াসের বাড়ানো বল জালে জড়ান মতিন মিয়া।
বিরতির পর আক্রমণে ধার বাড়াতে থাকে বসুন্ধরা। এতে প্রতিপক্ষের রক্ষণব্যূহ দুর্বল হয়ে পড়ে। ৪৯ মিনিটে বসুন্ধরা আবারও ব্যবধান বাড়নোর সুযোগ পায়। বখতিয়ার দুইশবেকভের পাসে নিজের দ্বিতীয় গোল করেন মতিন মিয়া।
তিন গোলের লিড পেয়ে ব্রাদার্সকে চেপে ধরে বসুন্ধরা কিংস। এবার দেখা যায় দুইশবেকভ-মতিন মিয়া জুটি। দুইশবেকভের বাড়ানো বল ব্রাদার্সের জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মতিন মিয়া।
ব্রাদার্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আলমগীর কবির রানা। ম্যাচের শেষ দিকে ইনজুরি সময়ে কোস্টারিকান তারকা দেনিয়েল কলিদ্রেসের পাস থেকে স্কোরশিটে নাম তোলেন রানা। আর এতেই ৫-০ গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
এই জয়ে ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে বসুন্ধরা। আর ২০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রেলিগেশন শঙ্কায় থাকা ব্রাদার্সের অবস্থান ১২তম।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
আরএআর/এমএইচএম